Call us to check the Stock before order -01405371820

হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা | জানা গেলো ইন্টারনেট বন্ধে

20240814 101222

অবশেষে তাহলে শেখ হাসিনা  ও ওবায়দুল কাদের সহ ৭ জনের ওপর দায়ের করা হল হত্যা মামলা 

চায়ের দোকান ও আওয়ামী লীগের নেতাদের বাড়ির সামনে ঝুলছে কাফনের কাপড়? কিন্তু কেনো? এদিকে 

ইন্টারনেট বন্ধের আসল কারণ জানালেন, একজন উর্ধতন কর্মকর্তা। সাথে আরো ছোট বড় আপডেট শেয়ার করবো আজকের প্রতিবেদনে

হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা | জানা গেলো ইন্টারনেট বন্ধে

 

প্রথমে আসা যাক শেখ হাসিনার কাছে। ছাত্র আন্দোলের সময় নিজের গদি রক্ষার জন্য তো শেখ হাসিনা শিক্ষার্থীদের  বুকে গুলি করবার আদেশ দেন। তারই আদেশে  ১ হাজারেরও বেশি ছাত্র ছাত্রী নিহত হয়। 

সরকার পতনের পর তাকে বিচার আওতায় আনার আহবান করেছে সবাই। এবার প্রথম কেউ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করলো হত্যা মামলা। শুধু শেখ হাসিনা নয় আছেন ওবায়দুল কাদেরও  কারণ তিনি ছাত্র লীগ কে উসকিয়ে দিয়েছিলো সাধারণ ছাত্রদের ওপর। 

তিনি বলেছিলেন এসব রাজাকারদের থামাতে আমাদের ছাত্র লীগই যথেষ্ট। আর তারপরই ছাত্র লীগ অমানবিক নির্যাতন করতে থাকে সাধারণ শিক্ষার্থীদের ওপর। বিশেষ করে ইন্টারনেট বন্ধ করে চালাই অমানুষিক নির্যাতন । 

হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা | জানা গেলো ইন্টারনেট বন্ধে

আর এই ইন্টারনেট বন্ধের আসল কারণ জানালেন এক উর্ধতন কর্মকর্তা। তিনি বলেন সরকারের আদেশেই দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। আপনারা জানলে অবাক হবেন পলক যে বলেছিলো ডাটা সেন্টার সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে তা একদমই ভুয়া কথা। 

আসলে ডেটা সেন্টারের কোনো ক্ষতিই হয়নি। অন্য একটি ঘর পুড়ানোর ভিডিও দেখিয়ে গণমাধ্যম কে বাধ্য করাই প্রচার করতে। তো যাইহোক 

অবশেষে তাদের ক্ষমতার পতন হয়েছে। শেখ হাসিনা, কাদের সহ আওয়ামীলীগের যারা যারা পেরেছে সবাই পালিয়েছে। এখন তাদের ওপর দায়ের করা হয়েছে হত্যা মামলা। এখন দেখা যাক বাংলাদেশের বিচার ব্যবস্থা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ জড়িত সবাই কে কত তাড়াতড়ি বিচারের আওতায় আনতে পারে।

হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা | জানা গেলো ইন্টারনেট বন্ধে

যেহেতু আওয়ামী লীগের কথা হচ্ছে তাহলে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে একটু বলি। চায়ের দোকান সহ আওয়ামলীগের নেতাদের বাড়ির সামনে ঝুলছে কাফনের কাপড়। আর এরকম ঘটনা ঘটাছে নওহাটা পৌরসভা এলাকায়।

 কিন্তু কেনো?  অনেকে বলছে আওয়ামীলীগের নেতাদের ভয় দেখানোর জন্যই হয়তো কোনো পক্ষ এই কাজ করছে। তাছাড়াও এর আগে আওয়ামী লীগের নেতাদের দোকান পাট, ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করে দুর্বৃত্তরা। 

এদিকে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হবার পর ছাত্রজনতা দেশের রাস্তার পাশের দেয়াল গুলোতে অনেক সুন্দর সুন্দর ছবি ফুটিয়ে তুলেছে। যেখানে শহিদদের আত্মত্যাগ, পুলিশের নির্যাতন সহ অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে। সাংবাদিকদের সাহসিকতার পরিচয়ও ফুটিয়ে তুলেছে আমাদের শিক্ষার্থীরা। যা অনেক প্রশংসা কুড়াচ্ছে।হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা | জানা গেলো ইন্টারনেট বন্ধে

হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা | জানা গেলো ইন্টারনেট বন্ধে

যাবার আগে একটি খুশির খবর দিই। আমাদের বীর শহিদ আবু সাইদ ভাইয়ের হত্যার জন্য দায়ি দুই উর্ধতন পুলিশ কর্মকর্তাকে বলপুর্বক অবসান ঘেষনা করা হয়েছে। এককথায় চাকরি থেকে বিদায় দেওয়া হয়েছে। 

হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা | জানা গেলো ইন্টারনেট বন্ধে

তো দর্শক এসব বিষয়ে আপনার মন্তব্য কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা | জানা গেলো ইন্টারনেট বন্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *