Call us to check the Stock before order -01405371820

আজকের ভাইরাল খেলার খবর?

image 154722 1698233814 scaled

বাপের সম্পত্তি মনে করে বিসিবির সভাপতি হিসেবে আজীবন থাকতে চাওয়া পাপন অবশেষে বিসিবির সভাপতি থেকে পদত্যাগ করতে ইচ্ছুক। বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ সম্পর্কে আপডেট। চলুন এবার বিস্তারিত জানি। 

প্রথমে বলা যাক পাপনের সম্পর্কে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবকর সময় তো পাপন বিসিবি কে তার নিজের বাবার সম্পত্তি মনে করে আজীবন থাকবার চেষ্টা করেছিলো। স্বৈরাচারী কায়দায় সবকিছু করে নিয়ে ছিলো নিজের হাতের মুঠোয়। তার ভয়ে অন্য কেউ সভাপতির পদে দারানোর সাহস পেত না। 

আজকের ভাইরাল খেলার খবর?

পাপনের এত ক্ষমতা ছিলো সব আওয়ামী লীগের জন্য। তিনি সেই ক্ষমতা ব্যবহার করে এতদিন বিসিবির গদি নিজের পাছার তলায় রেখেছিলো। এখন আওয়ামী লীগের ক্ষমতা পতনের পর পাপন নিজে ক্ষমতা ছেড়ে দেবার কথা বলছে। কারণ তিনি আছেন আত্মগপনে। 

সবার সামনে আসলে তাকে আটক করা হবে। তাই তিনি ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো সভাপতি কে রাজনৈতিক কারণে বোর্ড থেকে বাদ দেওয়া যাবে না। এই জন্য তিনি এখনো সভাপতি আছেন। এখন দেখা যাক তার পদত্যাগের পর কে হয় বাংলাদেশের বিসিবির সভাপতি। আজকের ভাইরাল খেলার খবর?

আজকের ভাইরাল খেলার খবর?

এদিকে বাংলাদেশ ক্রিকেট টিম তো পাকিস্তানে গেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। যেখানে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১-২৫ তারিখে রাউলপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ও দ্বিতীয় টেস্ট ৩০ সেপ্টেম্বর -৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। 

এই সিরিহদজে সবচেয়ে বড় নিউজ হলো সাকিব আল হাসান দলে থাকা। তিনি তো সাবেক এমপি। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। তিনি সরকারের একটি অঙ্গ ছিলেন। যেখানে আওয়ামী লীগের নেতারা সবাই পালিয়ে বেড়াচ্ছে। সেখানে সাকিব দিব্বি বাংলাদেশের জাতীয় দলে ক্রিকেট খেলছে। সত্যি সাকিবের বাল ছেড়ার মতন বাংলাদেশে কেউ নেই। 

আজকের ভাইরাল খেলার খবর?

সাকিবের যোগ্যতা সবকিছু থেকে উর্ধে রেখেছে। নির্বাকদের মতে সাকিব আল হাসান কে দলে রাখা হয়েছে তার মেধার জন্য।এটা ক্রিকেট কোনো রাজনৈতিক দল না, এখানে যার মেধা আছে সে দলে খেলবে।  

আসলে সাকিব আল হাসান সত্যিই অনেক ভালো মানের খেলোয়াড় যদিও তিনি ব্যক্তি হিসেবে অতটা ভালো নয়। যদি সাকিব আল হাসান রাজনীতি তে প্রবেশ না করতো তাহলে সাকিবের ক্যারিয়ারে খুবই ভালো হত। 

আজকের ভাইরাল খেলার খবর?

তার অতিরিক্ত লোভের কারণে আজকে তার এই অবস্থা। আমাদের মনে হয় সাকিবের ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিলো রাজনীতি তে আশা। এখন দেখা যাক তার ভবিষ্যত কেমন হয়। আর পাকিস্তানে টেস্ট সিরিজেই বা তিনি কেমন পারফোরমেন্স করে। 

তো দর্শক এসব বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভাইরাল খেলার খবর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *